Skip to main content
CPIM | AP

সিপিআই(এম)-র উদ্যোগে রাজ্যজূড়ে প্রায় ৬০-হাজার পরিবারকে ত্রান সাহায্য

10 May 2020

সিপিআই(এম)-র উদ্যোগে রাজ্যজূড়ে প্রায় ৬০-হাজার পরিবারকে ত্রান সাহায্য.

লকডাউন জনিত পরিস্থিতিতে রাজ্যে বিপন্ন মানুষের মধ্যে ত্রান বন্টন করছে সি পি আই (এম) । ২ মে পর্যন্ত ৫৯ হাজার ৭৯০ পরিবারকে ত্রান সামগ্রী দেয়া হয়েছে । ১ হাজার ৪৪১ টি স্থানে সামগ্রীগুলি বিতরন করা হয়েছে । বুধবার এ কথা জানিয়ে সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস দৃঢ়ভাবে বলেছেন, লকডাউন যতদিন থাকবে ততদিন এই কাজ অব্যাহত থাকবে । আর্থিকভাবে এবং খাদ্যসামগ্রী দিয়ে যারাই ত্রান কাজে সাহায্য করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।       সি পি আই (এম) রাজ্য দপ্তরে বুধবার এক সাংবাদিক সন্মেলনে ত্রান কাজে বিভিন্ন স্থানে শাসক দলের বাধা দানের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তারজন্য রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছেন তিনি । গৌতম দাস বলেছেন, এ ধরনের দুর্বৃত্তপনা কোনভাবেই আর চলতে দেয়া যায় না । এভাবে চলতে থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে।      ত্রান বণ্টনের মহকুমা ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে সি পি আই (এম)  রাজ্য সম্পাদক জানান, সামর্থ্যবানদের কাছ থেকে টাকা কিংবা খাদ্যসামগ্রী দান হিসেবে সংগ্রহ করে বিপন্ন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করছে সি পি আই (এম)। খাদ্য সামগ্রীর মধ্যে মুলত রয়েছে চাল, ডাল, সরিষার তেল, লবন, আলু, পেয়াজ, সাবান। এছাড়া কোথাও কোথাও সয়াবিন ও শুকনো মাছ সরবরাহ করা হয়েছে।