জনপ্রতিরোধে বিজেপি দুর্বৃত্তদের পলায়ন
25 Aug 2020
বিলোনীয়া বরোজ কলোনী পাড়ায় বিজেপি'র বুথ সভাপতি রাজীব দত্ত এবং RSS নেতা সঞ্জু নমঃ'র নেতৃত্বে বিজেপি আশ্রিত সমাজদ্রোহী নয়ন দাস, তরুন কান্তি বিশ্বাস এলাকার বাড়ি বাড়ি হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করে। গতরাতে ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় বিজেপি দুর্বৃত্তরা।